মেহেরপুররের গাংনীতে ১৫ পিস ইয়াবা ও ১০গ্রাম হেরোইনসহ রনি (১৮) নামের এক মাদকের কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে তাকে আটক করে। রনি গাংনী উপজেলার কাজিপুর গ্রামের খন্দকারপাড়ার মৃত দুলাল হোসেনের ছেলে।
গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, কাজিপুর এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর ক্যাম্পের ইনচার্জ এসআই জহির রায়হান এর নেতৃত্বে এএসআই শরিফ, আবুল কালামসহ সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ রনিকে আটক করেন।
আটককৃত রনির বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।