মিজানুর রহমান (৩০) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার বিকেলে র্যাব-১২ মেহেরপুর ক্যাম্পের একটি টীম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তালবাড়িয়া বাজারের একটি মোবাইল ফোন টাওয়ারের নীচ থেকে তাকে আটক করে। উদ্ধার করা হয় ১৯০ পিস ইয়াবা।
মিজানুর রহমান দৌলতপুর উপজেলার কালিদাসপুর গ্রামের মোঃ খলিল বিশ্বাসের ছেলে।
র্যাব-১২ মেহেরপুর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, মাদক পাচারকারী মিজানুর রহমান দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংর ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায় র্যাব। এসময় তার কাছে ১৯০ পিস ইয়াবা পাওয়া গেলে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা রুজু সাপেক্ষে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়।