মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৩
মেহেরপুরে ব্যাটারি চালিত ইজিবাইক ও প্রাইভেট কার এর মুখোমুখি সংঘর্ষে তিন জন আহত হয়েছে। মঙ্গলবার বিকেল চারটায় দিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন,আমঝুপি উত্তর পাড়ার বাসিন্দা মৃত আবুল হক খান্দারের ছেলে মোঃ তানজারুল ইসলাম (৬০), পুরাতন দরবেশপুর এলাকার বাসিন্দা মোঃ ফজলুল রহমানের ছেলে মোঃ মজিবর (৫০)।
আহতরা মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। একজনকে অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়ায় মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।