“এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই, সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ গড়ি” এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব এন্টিমাইকোবিয়াল সচেতনতা সপ্তাহ। দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে ৯ টার দিকে শহরের পৌর ঈদগাহ গেটের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রায় নেতৃত্ব দেন সিভিল সার্জ ডাঃ জাওয়াহেরুল আনাম সিদ্দিকী। সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ আবু তাহেরসহ জেলার চিকিৎসক, সেবিকা ও সিভিল সার্জন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।