মেহেরপুরের গাংনীতে শিশু সন্তানের গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে ডাকাত দল। সোমবার (২১নভেম্বর) দিবাগত রাত ১০ টার দিকে পৌর এলাকার ১নং ওয়ার্ড বাঁশবাড়িয়া গ্রামের শরিফুল ইসলামের বাড়িতে ঘটনাটি ঘটে । শরিফুল ইসলাম বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার মৃত ইয়াকুব আলীর ছেলে।
শরিফুল ইসলামের স্ত্রী জান্নাতুল নেছা জানান, তিন বছর বয়সী ছেলে তাহমিদকে টয়লেটে নিয়ে যাওয়ার জন্য বারান্দার গ্রিল খোলার সাথে সাথে ৫জন মুখোশধারী ডাকাত দল অস্ত্র নিয়ে তাকে জিম্মি করে। পরে আমার ছেলে তাহমিদের গলায় রামদা ঠেকিয়ে নগদ ১৭ হাজার টাকা, ১ জোড়া স্বর্ণের দুল, ১ জোড়া বালা, ৪ টি আংটি ও ২ টি চেন নিয়ে নেয়। এতে প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করেছে। ২০ মিনিটের আগে বাড়ি থেকে বের হলেই তার ছেলেকে কেটে ফেলা হবে এমন হুমকি দিয়ে পালিয়ে যায় ডাকাতরা। পরে জান্নাতুন নেছার চিৎকারে আশেপাশের লোকজন এসে মা ও ছেলেকে ঘর থেকে বের করে। এভাবে সন্ধ্যা রাতে ডাকাতির ঘটনায় হতবাক গ্রামবাসী।
স্থানীয় সূত্রে আরো জানা গেছে, ঘটনার সময় গ্রামের লোকজন দক্ষিণপাড়া ওয়াজ মাহফিলে ছিলেন। মাইকের শব্দে আশে পাশের লোকজন ডাকাতির বিষয়টি আঁচ করতে পারেননি।
গাংনীতে থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। ইতিমধ্যেই ডাকাতের সাথে যারা জড়িত তাদের আটক ও মালামাল উদ্ধারে অভিযান চলছে।