লোকারণ্য ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকা। হঠাৎ কয়েকজন পুলিশের চিৎকার। একটি মোটরসাইকেলকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এমন চিৎকার। অন্যরা কিছু বুঝে ওঠার আগেই আদালতের প্রধান ফটকের সামনের রাস্তায় পুলিশের চোখে স্প্রে মেরে জেএমবির দুই জঙ্গিকে ছিনিয়ে টান দেন একজন বাইক আরোহী। চোখের পলকে ওই এলাকা ছেড়ে গেলেও পুলিশের করার কিছুই ছিল না। আদালতের প্রধান ফটকের সামনের সড়কে প্রকাশ্যে ফিল্মি কায়দার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই আসামিকে ছিনিয়ে নেওয়া ঘটনা দেখে হতভম্ব হয়ে পড়েন আদালত প্রাঙ্গণে থাকা মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে দুই জঙ্গিকে আদালতে নেওয়া হচ্ছিল। ১২টার দিকে হঠাৎ পুলিশের চোখে-মুখে স্প্রে করে আগে থেকে প্রস্তুত থাকা একটি মোটরসাইকেলে চড়ে দ্রুত পালিয়ে যান দুই জঙ্গি। মোটরসাইকেলের চালক ছিলেন আরেকজন।
পুলিশের দাবি, জঙ্গিরা আদালত প্রাঙ্গণে পুলিশের দিকে স্প্রে ছোড়ার পরই চারদিকে ধোঁয়ার মতো হয়ে যায়। এরপরই জঙ্গিরা পালিয়ে যান।
প্রসঙ্গত, গত বছরের ১০ ফেব্রুয়ারি জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় ৮ আসামির মৃত্যুদণ্ড দেন আদালত। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ আদেশ দেন।