• শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৭:২১ অপরাহ্ন

যেভাবে ছিনিয়ে নেওয়া হলো দুই জঙ্গিকে

বিবর্তন ডেস্ক / ১৬৫ Time View
Update : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আসামি আবুসিদ্দিক ও মইনুল
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আসামি আবুসিদ্দিক ও মইনুল

প্রকাশক দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আসামি আবুসিদ্দিক ও মইনুল রাজধানীর সিজেএম আদালতের সামনে থেকে পালিয়ে গেছে। ডিবি প্রধান হারুন উর রশিদ এ তথ্য জানিয়েছেন। প্রাথমিকভাবে জানা যায়, এই দুই আসামীকে ছিনিয়ে নেয়া হয়েছে।
রবিবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনা ঘটে। দুপুরে দুই জঙ্গি আসামি আবুসিদ্দিক ও মইনুলকে মোহাম্মদপুর থানার এক মামলার হাজিরা দিতে আদালতে আনা হয়।

লোকারণ্য ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকা। হঠাৎ কয়েকজন পুলিশের চিৎকার। একটি মোটরসাইকেলকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এমন চিৎকার। অন্যরা কিছু বুঝে ওঠার আগেই আদালতের প্রধান ফটকের সামনের রাস্তায় পুলিশের চোখে স্প্রে মেরে জেএমবির দুই জঙ্গিকে ছিনিয়ে টান দেন একজন বাইক আরোহী। চোখের পলকে ওই এলাকা ছেড়ে গেলেও পুলিশের করার কিছুই ছিল না। আদালতের প্রধান ফটকের সামনের সড়কে প্রকাশ্যে ফিল্মি কায়দার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই আসামিকে ছিনিয়ে নেওয়া ঘটনা দেখে হতভম্ব হয়ে পড়েন আদালত প্রাঙ্গণে থাকা মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে দুই জঙ্গিকে আদালতে নেওয়া হচ্ছিল। ১২টার দিকে হঠাৎ পুলিশের চোখে-মুখে স্প্রে করে আগে থেকে প্রস্তুত থাকা একটি মোটরসাইকেলে চড়ে দ্রুত পালিয়ে যান দুই জঙ্গি। মোটরসাইকেলের চালক ছিলেন আরেকজন।

পুলিশের দাবি, জঙ্গিরা আদালত প্রাঙ্গণে পুলিশের দিকে স্প্রে ছোড়ার পরই চারদিকে ধোঁয়ার মতো হয়ে যায়। এরপরই জঙ্গিরা পালিয়ে যান।

প্রসঙ্গত, গত বছরের ১০ ফেব্রুয়ারি জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় ৮ আসামির মৃত্যুদণ্ড দেন আদালত। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!