• সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৩:০৪ অপরাহ্ন

না ফেরার দেশে চলে গেলেন ঐন্দ্রিলা

বিবর্তন ডেস্ক / ১২৯ Time View
Update : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
না ফেরার দেশে চলে গেলেন ঐন্দ্রিলা
না ফেরার দেশে চলে গেলেন ঐন্দ্রিলা

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত হেরে গেলেন ভারতীয় বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।

আজ রবিবার (২০ নভেম্বর) দুপুরে অনন্তলোকের পথে পাড়ি জমিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে রাতে দশবার হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা। এর ফলে উৎকণ্ঠার মধ্যে ছিলেন চিকিৎসকরা। ধারণা করছিলেন, যেকোনো মুহূর্তে খারাপ সংবাদ আসতে পারে।

ভেন্টিলেশন সাপোর্টেই ছিলেন অভিনেত্রী। সিপিআর দেওয়া হয়েছিল। অন্য হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনে পরামর্শ নেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের নানা ধরনের চেষ্টার পরও না ফেরার দেশে চলে গেলেন তিনি।

গত ১ নভেম্বর থেকে হাসপাতালে লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী ঐন্দ্রিলা। এদিন প্রথমে তার ব্রেন স্ট্রোক হয়। এরপর তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয় ভেন্টিলেশনে।

মাঝখানে অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছেন, ঐন্দ্রিলার অবস্থা স্থিতিশীল। কিন্তু ১৭ নভেম্বর জানা যায়, রক্তচাপ ওঠানামা করছে অভিনেত্রীর। সংক্রমণের জন্য কড়া কড়া ওষুধও চলছে। বৃহস্পতিবার রাত থেকেই ঐন্দ্রিলার শরীর পুরো অসাড়।

দুইবার ক্যানসারের চিকিৎসার পর সুস্থ হয়ে কাজে ফিরেছিলেন ঐন্দ্রিলা। সুস্থ হওয়ার পরই ছোট পর্দার জনপ্রিয় শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে হাজির হয়েছিলেন। তার ক্যানসার জয়ের গল্প অনুপ্রাণিত করেছিল ভক্তদের। এরপর জি-বাংলা অরিজিনালের ছবি ‘ভোলে বাবা পার করেগা’-তে দেখা গিয়েছিল তাঁকে। ‘ভাগাড়’ ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউড ইন্ডাস্ট্রিতে। সবাই প্রার্থনা করছিলেন, ঐন্দ্রিলা যেন ফিরে আসেন। ঐশ্বিরিক মিরাকেলের প্রত্যাশা করছিলেন। কিন্তু তার আর হলো না!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!