মেহেরপুরের গাংনীতে সহকারী অধ্যাপক (অবঃ) আব্দুর রশিদের প্রথম গবেষণাগ্রন্থ “অগ্নিযুগের অগ্নিসেনা বিপ্লবীদের বীরগাথা” এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৯ নভেম্বর) সন্ধ্যায় বৃহত্তর কুষ্টিয়া জেলা লেখক-পাঠক ফোরাম গাংনী উপজেলা মিলনায়তনে এ গ্রন্থের মোড়ক উম্মোচনের আয়োজন করে।
বৃহত্তর কুষ্টিয়া জেলা লেখক-পাঠক ফোরামের আহবায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কারপ্রাপ্ত কথা সাহিত্যিক রফিকুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারী কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মোঃ আব্দুর রাজ্জাক, গাংনী সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, প্রাবন্ধিক গবেষক আব্দুল্লাহ আল আমিন (ধুমকেতু), মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি মুরাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন গাংনীর লেখক, কবিসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।