ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় জসিম উদ্দিন (৩৬) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে হরিনাকুণ্ডু উপজেলার ৫নং কাপাশহাটিয়া ইউনিয়নের ভালকি গ্রাম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
জসিম উদ্দিন হরিনাকুণ্ডু উপজেলার ভালকি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। গতকাল বুধবার সন্ধ্যা থেকে জসিম উদ্দিন নিখোঁজ ছিলেন।
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা বলেন, গতকাল সন্ধ্যার দিকে জসিম উদ্দিন চা খাওয়ার উদ্দেশ্যে বাড়ির পাশে বাজারে যান। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি করেন। তবে তাঁরা রাতে জসিমের কোনো খোঁজ পাননি। আজ সকালে প্রতিবেশীরা জসিমের বাড়ির পাশেই একটি মেহগুনি বাগানে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের সময় নিহতের গলায় কালো দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,ওই যুবক কে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে এই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।