মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাশঁবাড়িয়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ আল মামুন (৩৩) নামের পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছে। বৃহষ্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাঁশবাড়িয়ার গাংনী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলা শ্রীকোল গ্রামের নায়েব আলীর ছেলে বর্তমানে কুষ্টিয়ায় কর্মরত আছেন।
স্থানীয়রা জানান, আহত পুলিশ কনস্টেবল মোহাম্মদ আল মামুন ইতোপুর্বে গাংনী থানায় চাকরী করতেন। তিনি মোটর সাইকেলযোগে বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গাংনী ফিলিং স্টেশনের কাছে পৌছুলে একটি দ্রুতগামী ট্রাকের সাথে ধাক্কা লেগে রাস্তার উপরে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী্ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার প্রয়োজনে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।