• শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:

কোন দেশের নাক গলানো মেনে নেওয়া হবে না- কৃষিমন্ত্রী

বিবর্তন প্রতিবেদক / ১৬০ Time View
Update : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
কোন দেশের নাক গলানো মেনে নেওয়া হবে না- কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
কোন দেশের নাক গলানো মেনে নেওয়া হবে না- কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

জাতীয় নির্বাচন নিয়ে সম্প্রতি জাপানি রাষ্ট্রদূতের মন্ত্যব্যে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, দেশের নির্বাচনে কোন দেশের রাষ্ট্রদুতের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। দ্রুত তাদের ডেকে সতর্ক করা হবে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভোম রাষ্ট্র। একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। দেশের আত্ম মর্যাদার ক্ষেত্রে কোনভাবেই ছাড় দেওয়া হবেনা। সংবিধানের আর্টিক্যাল ১২৬ এ স্পষ্টভাবে উল্লেখ রয়েছে দেশের নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আর তাদের সহযোগীতা করবে জেলা প্রশাসক ও পুলিশ বিভাগ। তাদের সমন্বয়ে দেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে বলে তিনি দাবি করেন। তার সকল নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদ। বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০ টার সময় ঐতিহাসিক মুজিবনগর আ¤্রকাননে গাছের পরিচর্যা কার্যক্রমের উদ্বোধন কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আর বিএনপি এর আগেও আন্দোলন সংগ্রাম করেছে। মানুষ হত্যা করেছে। তাদের সকল কার্যক্রম রাজনৈতিকভাবে মোকাবেল করবে আওয়ামী লীগ। দুর্ভিক্ষের আশঙ্কা থাকলেও ধান ও সবজির ফলন ভালো হওয়ায় এখন সে আশঙ্কা নেই বলে দাবি করেন মন্ত্রী। দেশে প্রচুর পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হচ্ছে। এছাড়াও ডলার সংকট একটি আন্তর্জাতিক সমস্যা। ইউক্রেন যুদ্ধের শেষে সমস্যা আর থাকবে না বলে জানান মন্ত্রী। পাশাপাশি ডলার সংকট সমাধানে কাজ করছে সরকার। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!