মেহেরপুরে অনলাইন জুয়ার সাথে জড়িত সজিব খানসহ ৫চিহ্নিত জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ এবং এন্টি সাইবার ক্রাইম পুলিশের একটি দল। পুলিশ বলছে- আটক সজিব অনলাইন জুয়ার মাষ্টারমাইন্ড হিসেবে পরিচিত। অন্যরা তার সহযোগী অনলাইন জুয়ার সাব এজেন্ট হিসেবে অনলাইন জুয়ার বিভিন্ন সাইট পরিচালনা করে আসছিল। তাদের কাছ থেকে মোবাইলে রক্ষিত কয়েক লক্ষ টাকাসহ খেলায় ব্যবহৃত দামী মোবাইল ফোন, বিভিন্ন মোবাইল কোম্পানীর এজেন্ট সিমকার্ড এবং অনলাইন জুয়ার সাইট অ্যাপস ও টাকা লেনদেনের অ্যাপস উদ্ধার করে জব্দ করা হয়।
মেহেরপুর গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান- প্রথমে সদর উপজেলার শ্যামপুর গ্রাম থেকে অনলাইন জুয়ার মাষ্টারমাইন্ড সজিব খানকে আটক করা হয়। এ সময় সে অনলাইন জুয়ার সাইট বিক্রির কাজ করছিল। শনিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে মেহেরপুর শহরের পৌর কলেজের পাশে এবি ক্যাফে হাউজে অভিযান চালিয়ে সেখান থেকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের জাহাঙ্গীর আলম, সাইদুর রহমান, রফিকুল ইসলাম এবং পিরোজপুর গ্রামের সুমন খন্দকারকে আটক করে। এ সময় তারাও অর্থ লেনদেনের মাধ্যমে অনলাইন জুয়ার সাইট বিক্রি এবং পরিচালনার কাজ করছিল। পুলিশ এ পর্যন্ত অনলাইন জুয়ার সাথে যুক্ত ২৬ জনের অধিক সদস্যকে আটক করে ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম জানান- গ্রেফতার আতঙ্কে এখন অনলাইন জুযার সাথে যুক্ত অনেকেই জুয়ার চ্যানেল অন্যত্র বিক্রি করে দিচ্ছে। আবার অনেকে গা-ঢাকা দিতে জেলার বাইরে গিয়ে এই খেলা পরিচালনা করছে। তবে, অনলাইন জুয়ার মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার রোধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।