মুজিবনগরে গুডনেইবার্স মেহরেপুর সিডিপির আয়োজনে বিশ্ব ডায়োবেটিস দিবস পালিত হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে গুডনেইবার্স অফিস চত্ত্বরে এ দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে এডমিন অফিসার লরেন্স ঢালির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা স্বাস্থ পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আসদুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য বাবুল মল্লিক, গুডনেইবর্স সিডিপি মেম্বার এবং চেয়ারপার্সন রেহেনা খাতুন, মেডিকেল ইয়াসিন আল বাশার, সিডিপি পোগ্রাম অফিসার রিফাত আল মাহাম্মুদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই ডায়াবেটিস দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন গুডনেইবার্স মেহেরপুর সিডিপির মানেজার বিভোব দেওয়ান। অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে ভালোবাসার উপহার বিতরন করা হয়।