মেহেরপুরে আল মাদরাসাতুল আরাবিয়া দারুস সুন্নাহ মসজিদের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ নভেম্বর) আছরের নামাজ আদায় শেষে মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়নের শালিকা গ্রামে মসজিদটির উদ্বোধন করা হয়।
আল মাদরাসাতুল আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার সভাপতি ও প্রাক্তন শিক্ষক মোঃ রেজাউল বিশ্বাস উদ্বোধনী অনুষ্ঠানের আগেই মসজিদে আলোচনা সভার আয়োজন করেন।
এসময় তিনি বলেন, আজকে আমাদের সকলের জন্য খুব খুশির দিন। আল্লাহর রহমতে এবং সকলের দোয়ায় এই মসজিদটি নির্মাণ করা সম্ভব হয়েছে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, আল মাদরাসাতুল আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার সাধারণ সম্পাদক আল আমিন, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, বুড়িপোতা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজিদ আহমেদ, আল মাদরাসাতুল আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার প্রধান ইমাম আশরাফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হাসান আহমেদ প্রমুখ।