চুয়াডাঙ্গা শহরের রেলবাজারে ট্রাক চাপায় রেজোয়ান মালিক নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) বেলা ৩ টার দিকে দূর্ঘটনাটি ঘটে। নিহত যুবক স্টেডিয়াম পাড়ার সালাউদ্দীন মালিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় ব্যাটারিচালিত মোটরসাইকেল নিয়ে রেজোয়ান বাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলেন। রেলবাজার এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকটি তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় রেজোয়ান।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, চালকসহ ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে ।