মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের বালির মাঠপাড়ায় শিয়ালের কামড়ে এক নারীসহ ৬জন আহত হয়েছেন। শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত সন্ধ্যা সােয়া ৭টার দিকে সাহারবাটি গ্রামের বালির মাঠপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-সাহারবাটী গ্রামের বালির মাঠ পাড়ার শামসুদ্দীনের ছেলে মাসুম আলী (২৬),একই গ্রামের নিয়াজুল হকের ছেলে নাফিম হাসান (১২), ছহির উদ্দীনের ছেলে নাজিম উদ্দীন (২৮),আব্দুর রহমানের ছেলে নিয়ামত আলী (৫৫), চৌগাছা গ্রামের রাববান আলীর ছেলে আক্কাছ আলী (৪০)। এছাড়াও সাহারবাটী গ্রামের এক নারী আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে সাহারবাটি গ্রামের বালির মাঠপাড়ার রাস্তা দিয়ে পথচারীরা যাচ্ছিল। এসময় একটি শিয়াল দৌড়ে এসে এক পথচারীর পায়ে কামড় দেয়। পরে আরাে কয়েকজন মিলে শিয়ালোকে তাড়া করতে গেলে তারাও শিয়ালের আক্রমনের শিকার হয়।
এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সকলকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়।