• সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৩:১১ অপরাহ্ন

দুই দিনের পূর্বাভাস, বঙ্গোপসাগরে লঘুচাপ

বিবর্তন ডেস্ক / ১৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
দুই দিনের পূর্বাভাস-বঙ্গোপসাগরে লঘুচাপ
দুই দিনের পূর্বাভাস-বঙ্গোপসাগরে লঘুচাপ

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী দুই দিনের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য দেয় অধিদপ্তর।
পূর্বাভাসে জানানো হয়েছে, লঘুচাপটি বর্তমানে শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (১১ নভেম্বর) ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকেও পরবর্তী দুই দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তিত হতে পারে। এর পরের পাঁচ দিন তাপমাত্রা হ্রাস পেতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সেখানে শীত পড়েছে। ভোররাতে কুয়াশা পড়ছে। কিন্তু দেশের মধ্যাঞ্চল ও অন্যান্য অঞ্চলে শীত আসতে কিছুটা সময় লাগবে। দক্ষিণাঞ্চলে শীত পড়বে আরও পরে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ বৃহস্পতিবার ঢাকায় উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!