মেহেরপুরের গাংনীতে সৌদি আরব প্রবাসী স্ত্রী রেক্সোনার খাতুন(৩৫)এর মৃত্যু নিয়ে এলাকায় ধুম্রজাল সৃষ্টি। বৃহষ্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। রেক্সোনা খাতুন গাংনী উপজেলার করমদি গ্রামের সৌদি আরব প্রবাসী হাসানের ২য় স্ত্রী ও রামনগর গ্রামের আনসার আলীর মেয়ে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, রেক্সোনা হঠাৎ বমি করলে তাকে উদ্ধার করে সন্ধানী হাসপাতালে নিয়ে যায় সেখানে অবস্থার অবনতি হলে বামন্দির ফজলু ক্লিনিকে নিয়ে যাওয়া হয় পরর্বতীতে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। তবে অনেকেই বলছে রেক্সোনা বিষ পান করে আত্মহত্যা করেছে। কিন্তু আমরা বিষপানের কোন গন্ধ পাইনি।
গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, রেক্সোনা হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। তবে তিনি বিষ পানে আত্মহত্যা করেছে বলে মনে হয়নি।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রেক্সোনা লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেওয়ার প্রক্রিয়া চলছে।