জাতীয় সমাজকল্যাণ পরিষদ এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন উদ্যোগে আর্থিক অনুদানের চেক ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক এবং সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক অনুদানের চেক ও সহায়ক উপকরণ বিতরনের উদ্বোধন করেন জনপ্রশান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি। পরে সেখানে সমাজ কল্যাণ কমিটির পক্ষ থেকে ৮৯ জনের মাঝে ৪ লক্ষ ৭ হাজার ৫শ টাকার চেক। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে ৯৬ টি হুইল চেয়ার, ১০টি হিয়ারিং এইড বিতরণ করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসকের লিংকন বিশ্বাস, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আনিসুর রহমান উপস্থিত ছিলেন।