• সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৩:৫৭ অপরাহ্ন

মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী হামিদুল হকের জীবনাবসান

বিবর্তন প্রতিবেদক / ১২৫ Time View
Update : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী হামিদুল হকের জীবনাবসান-ফাইল ছবি
মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী হামিদুল হকের জীবনাবসান-ফাইল ছবি

১৯৭১ সালে মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী হামিদুল হক (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাইহী রাজিউন)। মঙ্গলবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ূব হোসেন জানান- সোনাপুর গ্রামের মৃত নওশের মন্ডলের ছেলে হামিদুল হক বার্ধক্য জনিত কারণে মঙ্গলবার রাত ১১ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল অস্থায়ী মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী ১২ জন আনসার সদস্যের একজন ছিলেন হামিদুল ইসলাম। বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান ও নামাজে জানাজা শেষে সোনাপুর গ্রামের সামাজিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!