জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বিজ্ঞানের শিক্ষার্থীরা সবসময় সু চিন্তার অধিকারী হয়। কারণ চিন্তাশীল মানুষই প্রকৃত মানুষ। যে কারণে চিন্তাশীলতা বাড়াতে হবে। বুধবার (৯ অক্টোবর) দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আগে যারা ক্ষমতায় ছিলো তারা এই দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। বর্তমানে বাংলাদেশে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল।
সদর উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহেল বাকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসেম আলী, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান।
পরে অতিথিরা ডিজিটাল উদ্ভাবনী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবনের প্রশংসা করেন।
দুই দিন ব্যাপী এ মেলায় ক্ষুদে বিজ্ঞানীরা সিকিউরিটি হোম, অটোমেটিক ওয়াইল্ড ফায়ার অ্যালার্ম, তারহীন নগরসহ বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করে।