কুষ্টিয়ায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কুষ্টিয়ার জেলা শাখার সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলাম, সহ-সভাপতি প্রকৌশলী বাদশা মামুনুর রশিদ (মামুন), সহ-সভাপতি আব্দুল আওয়াল সাধারণ সম্পাদক প্রকৌশলী সেলিম রেজা শোভাযাত্রার উদ্বোধন করেন।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া পৌরসভায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কুষ্টিয়ার জেলা শাখার সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী বাদশা মামুনুর রশিদ (মামুন), সহ-সভাপতি প্রকৌশলী আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক প্রকৌশলী সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল হামিদ নান্নু, দপ্তর সম্পাদক প্রকৌশলী আসাদ উল্লাহ প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী জামাত আলী, প্রকৌশলী লিয়াকত আলী, প্রকৌশলী আব্দুল বারিক, প্রকৌশলী যুগ্ম সম্পাদক প্রকৌশলী সাইদুল ইসলাম সাঈদ, অর্থ সম্পাদক প্রকৌশলী মেজবাহুর রহমান, চাকুরী বিষয়ক সম্পাদক প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী জাকির হোসাইন, প্রকৌশলী শাহ জামান, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রকৌশলী এস এম আতিকুর রশীদ, প্রকৌশলী মুসফিকুর রহমান, প্রকৌশলী ফেরদৌস জামানসহ আরো অনেকেই। শোভাযাত্রা ও আলোচনায় সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডে দেশের ৪ লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়রের ভূমিকা তুলে ধরা হয়। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করে কুষ্টিয়া পলিটেকনিক্যাল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও শিক্ষার্থীরা।