• সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৩:২৪ অপরাহ্ন

আলমডাঙ্গায় স্পিরিটসহ হোমিও চিকিৎসক আটক

বিবর্তন প্রতিবেদক / ১২৩ Time View
Update : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
আলমডাঙ্গায় রেক্টিফাইট স্পিরিটসহ হোমিও চিকিৎসক আটক
আলমডাঙ্গায় রেক্টিফাইট স্পিরিটসহ হোমিও চিকিৎসক আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হোমিও ঔষুধ ব্যবসার আড়ালে মাদক কারবারের অভিযোগে আবারও আটক হলেন পৌর শহরের সালেহীন হোমিও হলের মালিক তৈমুর সালেহীন পল্লব (৩৫)। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রনি আলম নূরের নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৭ নভেম্বর সোমবার অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের পর তার স্বীকারোক্তিতে গোডাউন থেকে ৪শ’ ৯৯ বোতল অবৈধ রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। আটককৃত পল্লব বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের হোমিও চিকিৎসক আজিবার রহমানের ছেলে।

জানাগেছে, শহরের চারতলার মোড়ের সালেহীন হোমিও হলের মালিক চিকিৎসক তৈমুর সালেহীন পল্লব পাইকারি হোমিও ঔষধের ব্যবসা করে আসছে। হোমিও ঔষুধ ব্যবসার আড়ালে সে বেশ কয়েক বছর ধরে রেক্টিফাইড স্পিরিট বিক্রয় করে বলে অভিযোগ রয়েছে। ইতোপূর্বে ৪বার রেক্টিফাইড স্পিরিট বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতে জেল জরিমানাও হয়েছে। ২০২০ সালের ২৫ জুলাই তার দোকান সীলগালাও করে দেয় উপজেলা নির্বাহী অফিসার। তারপর সে অঙ্গিকারাবদ্ধ হয়ে আবারও একই ব্যবসা শুরু করে। তার হোমিও হলের পিছনে গোডাউন রেখে খুচরা ও পাইকারি হারে রেক্টিফাইড স্পিরিট বিক্রি করতে থাকে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক শরিয়তুল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ পরিদর্শক আকরাম হোসেন, সহকারী উপ-পরির্দশক আজগর আলী, সহকারী উপ-পরির্দশক হযরত আলীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় সালেহীন হোমিও হলের মালিক চিকিৎসক তৈমুর সালেহীন পল্লবকে আটক করা হয়। আটকের পর তার স্বীকারোক্তি মোতাবেক গোডাউনে অভিযান চালিয়ে ৪শ ৯৯ বোতল অবৈধ রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!