• শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:

কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষিকার মরদেহ উদ্ধার

ইসমাইল হোসেন, কুষ্টিয়া / ১৬৪ Time View
Update : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষিকার মরদেহ উদ্ধার
কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষিকার মরদেহ উদ্ধার

নিজ বাসা থেকে কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষিকা রোকসানা খানম (৫২) এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭নভেম্বর) সকালের দিকে হাউজিং ডি ব্লকের ২৮৫ নম্বর বাড়ী থেকে মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে তিনি কুষ্টিয়া জিলা স্কুলের ইংরাজী বিভাগের সিনিয়র শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। সে ভেড়ামারা সরকারি গালস স্কুলের সহকারী শিক্ষক মরহুম রওশন মাস্টার এর বড় মেয়ে।ও খন্দকার মোস্তাফিজুর রহমানের স্ত্রী রোকসানা খানম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, নিহত রোকসানা খানমের স্বামী খন্দকার মোস্তাফিজুর রহমান যশোরে চৌগাছা এলজিইডিতে চাকুরী করেন। নিহত শিক্ষিকা জিলা স্কুলে চাকুরী করেন এবং হাউজিং ডি ব্লকের বাড়ীর ৪র্থ তলার ২য় তলাতে একাই থাকতেন। এরই সুযোগকে কাজে লাগিয়ে কে বা কারা রাতে এসে টাকা পয়সা ও প্রয়োজনীয় কাগজপত্র নেওয়ার সময় ঐ শিক্ষিকা বাঁধা দিলে তাকে কুপিয়ে নিমর্মভাবে হত্যা করে পালিয়ে গেছে বলে মনে করছেন স্থানীয়রা।
সোমবার সকালের দিকে নিহতের ফুফী দরজা খুলে দেখে বাড়ী এলোমেলো, নিহতের রক্তাক্ত মরদে নিচে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, কে বা কারা রাতের অধারে এসে তাকে হত্যা করে পালিয়ে গেছে। তবে কি কারণে তাকে হত্যা করেছে এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি, তদন্ত চলছে তদন্ত শেষ হলে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!