মেহেরপুরে ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। রবিবার (৬নভেম্বর) সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার ময়ামারী গ্রাম থেকে তাদের দুজনকে আটক করা হয়। আটককৃতরা মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে শাহিনুর রহমান স্বাধীন (২৮) এবং মাগুরা পৌর এলাকার ৭নং ওয়ার্ড কান্দা বাঁশকোঠার হারুন শেখের ছেলে শিমুল শেখ (২৭)।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের এস আই জুম্মান এর নেতৃত্বে এসআই মহসিন, এএসআই হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর সদর উপজেলার ময়মারী সড়কে অভিযান চালিয়ে স্বাধীন ও শিমুলকে আটক করে। এসময় তল্লাশি করে তাদের দুজনের পকেট থেকে দুই বোতল ফেন্সডিল উদ্ধার করা হয়। তারা দুজন বাংলাদেশ রোড ট্রান্সর্পোট অথরিটি (বিআরটিএ) মেহেরপুর অফিসে খন্ডকালীন কর্মরত। তাদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে।