মেহেরপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাত সাড়ে আটটার দিকে মেহেরপুর শহরের মিয়া পাড়া প্রান্তিক সিনেমা হলের পিছনে তার নিজ বাসভবন থেকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী আবুল খায়ের মেহেরপুর শহরের মিয়াপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই বিশ্বজিৎ সরকারের নেতৃত্বে এএসআই হেলাল উদ্দিন, এএসআই মাসুদ রানা সহ সঙ্গীও ফোর্স নিয়ে শহরের মিয়া পাড়া প্রান্তিক সিনেমা হলের পিছনে আবুল খয়েরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে, এবং তার বাড়ি তল্লাশি চালিয়ে খবরের কাগজে মোড়ানো ৮৩ টি গাঁজার পুরিয়া উদ্ধার করে যার সর্বমোট ওজন ২০০ গ্রাম। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।