• বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৭:৩৯ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের ২ জন নিহত

বিবর্তন প্রতিবেদক / ১৬২ Time View
Update : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের ২ জন নিহত
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের ২ জন নিহত

চুয়াডাঙ্গার আলোকদিয়ায় গভীর রাতে গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মেহেরপুরের ২ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় ট্রাকে থাকা ১৯টি গরুর মধ্যে ৭টি গরু ঘটনাস্থলে মারা গেছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আলোকদিয়া বিশ্বাস ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কবলে পড়া গরু বোঝাই ট্রাকের রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-চ ২২-০০০৮।

নিহতরা হলেন, মেহেরপুর জেলার রাইপুর গ্রামের লুৎফরের ছেলে আশরাফুল হক (৫০) ও মেহেরপুর বাসস্ট্যান্ড পাড়ার হারুন উর রশিদের ছেলে মনির হোসেন (৪৫)।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) নীরব হোসেন বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা গরুবোঝাই একটি ট্রাক মেহেরপুর যাচ্ছিলো। ট্রাকটি হেলপার চালাচ্ছিলো বলে প্রাথমিকভাবে জেনেছি। পথিমধ্যে চুয়াডাঙ্গার আলুকদিয়া তেল পাম্পের পাশে পৌছুলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে ভিতর ঢুকে পড়লে চালক ও হেলপার আটকা পড়েন। ট্রাকের উপরে থাকা গরু ব্যাবসায়ী আশরাফুল ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ইঞ্জিনের আংশিক কেটে জীবিত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. লিওন বলেন, হাসপাতালে আসার আগেই আশরাফুলের মৃত্যু হয়েছে। আহত ৩ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মনির হোসেন মারা যান। বাকি দুজন শঙ্কামুক্ত। তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের সামনের আংশ কেটে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকে ১৯টি গরুর মধ্যে ৭টি গরু ঘটনাস্থলেই মারা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!