অবশেষে বিয়ের ফুল ফুটলো মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় পাত্রীর নিকট আত্মীয় চুয়াডাঙ্গা ভিজে সরকারি বালক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের চুয়াডাঙ্গাস্থ বাসায় বিবাহ পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
মাসুদ অরুনের স্বজন সূত্রে জানাগেছে, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন (৫৮) ও চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় গ্রামের স্কুল শিক্ষিকা আমেনা খাতুনের বিবাহ সম্পন্ন হয়েছে এক সপ্তাহ আগে। পাত্রী আমেনা খাতুন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়া গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।
মাসুদ অরুণ মেহেরপুর ১ আসনের প্রয়াত সংসদ সদস্য, ভাষা সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা আহমদ আলীর বড় ছেলে। নিজেও সাবেক সংসদ সদস্য ও বর্তমানে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি।
ছাত্র জীবনে ছাত্র মৈত্রী জেলা সভাপতি, পরবর্তীতে মেহেরপুর জেলা ওয়ার্কাস পার্টির সাত সদস্য কমিটির সদস্য ছিলেন।