৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালী যুক্ত হয়ে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ জামান, জেলা ছাত্রলীগের সহসভাপতি আবু মোর্শেদ সুমন সরকার প্রমুখ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, মেহেরপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী, সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক আরিফুল এনাম বকুল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসেম আলী, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম। অলোচনা পরবর্তীতে নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।