চুয়াডাঙ্গায় ঠোঁট কাটা, তালু কাটা, মুগুর পা, পায়ের শিরটান রোগীদের ৩ দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে ।
বুধবার (২ নভেম্বর) বেলা ১২ টার দিকে বেসরকারি সংস্থা ইম্প্যাক্ট ফাউন্ডেশনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গাসহ পাশ্ববর্তী জেলার শতাধিক রোগী চিকিৎসা নিতে আসে।
রংপুর মেডিকেল কলেজের অর্থপেডিক বিভাগের প্রধান প্রফেসর ডা. মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের একটি মেডিকেল টিম নামমাত্র মুল্যে এ চিকিৎসা প্রদান করেন। এর ফলে গ্রামঞ্চলের হত দরিদ্র মানুষেরা উপকৃত হবেন।
এখানে দুই ভাগে রোগী চিহ্নিত করা হচ্ছে। যাদের অপারেশনের প্রয়োজন নেই তাদেরকে ফিজিওথেরাপিসহ বিভিন্ন নির্দেশনা দিয়ে ছাড়পত্র দেয়া হচ্ছে। যাদের অপারেশন প্রয়োজনে তাদেরকে ভর্তি করে নেয়া হচ্ছে। আগামী ৪ নভেম্বর পর্যন্ত মেডিকেল ক্যাম্প চলবে।