কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের উপ-নির্বাচন চলছে । এদিকে খোকসা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খানের ছোট ভাই আব্দুল আওয়াল কনক খান (২৫) দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। মঙ্গলবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে বাড়ি ফেরার সময় তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খান জানান, গত রাত ৯টার দিকে তিনি ও তার ছোট ভাই কনক বাড়ি ফেরার সময় মাশিলিয়া কবরস্থানের নিকট পৌঁছুলে দুর্বৃত্তরা তাদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এসময় তার ছোট ভাই কনক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বর্তমানে কনকের অবস্থা আশংকাজনক বলে জানান তিনি। খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, খোকসা উপজেলা পরিষদের উপ-নির্বাচনের প্রচারণা বন্ধ থাকলেও উভয়পক্ষের মধ্যে প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে সংঘাতে গোলাগুলি চলাকালীন সময়ে ছাত্রলীগের সভাপতির ভাই গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা আশংকাজনক। এ হামলার সাথে জড়িতদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।