• বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৯:২৮ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ উপনির্বাচনে নৌকার প্রার্থী বাবুল বিজয়ী

ইসমাইল হোসেন, কুষ্টিয়া: / ১৪৩ Time View
Update : বুধবার, ২ নভেম্বর, ২০২২
নৌকার প্রার্থী বাবুল বিজয়ী
কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ উপনির্বাচনে নৌকার প্রার্থী বাবুল বিজয়ী

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ২৬ হাজার ৫৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. বাবুল আখতার।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোতাহার হোসেন খোকন ঘোড়া প্রতীক নিয়ে ১৯ হাজার ৯১৮ভোট পেয়েছেন। নির্বাচনে মোট ভোট পড়েছে ৪৩ দশমিক ২৩ শতাংশ।

বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে নির্বাচনী তথ্য, ফলাফল সংগ্রহ ও পরিবেশন অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে এ সব তথ্য জানান নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচনী কর্মকর্তা মো. ফজলুল করিম।

এ সময় মো. ফজলুল করিম আরও বলেন, আজ সকাল ৮টার দিকে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট কেন্দ্রের নিরাপত্তায় জন্য ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৫৯৬ জন পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন। তাই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটের নিরাপত্তায় জন্য ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৫৯৬ জন পলিশের কর্মকর্তা ও সদস্যরা নিয়োজিত ছিলেন।

এদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, ভোটের প্রচার ও ভোট গ্রহণের আগের রাত পর্যন্ত প্রার্থীদের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গোলাগুলির ঘটনা ঘটেছে। অনেকেই আহত হয়েছেন। সে জন্য ভোটের দিনে বড় ধরনের সহিংসতার ভয়ে অনেকেই ভোট দিতে যাননি।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন। শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটের দিনে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। তবে ভোটের আগে দুই প্রার্থীর সমর্থকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা, ইউএন ওর গাড়ী ভাংচুর, গোলাগুলি সহ নানাবিধ কারণে ভোটারের উপস্থিতি কম ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!