মেহেরপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (৩১ অক্টোবর) বিকেলে মেহেরপুর জেলা প্রেস ক্লাবের কার্যালয়ে এ আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মেহেরপুর জেলা শাখার সভাপতি ওমর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন , বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) মো: আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) জেলা শাখার সাধারণ সম্পাদক মীর্জা গালিব উজ্জ্বল, সাংস্কৃতিজন শামীম জাহাঙ্গীর সেন্টু, সাহিত্যজন আনোয়ারুল আয়ুব, শিক্ষক সাজেদুর রহমান সাজু, ইয়াসিন হাসান রুদ্র।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাহাবুব চান্দুর সঞ্চালনায় জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুর মতিন, জাসদ নেতা মিয়াজান আলী সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।