মেহেরপুরের মুজিবনগরে এক কৃষকের দশ কাঠা জমির কলা বাগান কেটে তছরুপ করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের পাকুড়তলার মাঠে কলা বাগান কেটে দেয়ার ঘটনা ঘটে।
জমির মালিক শরিয়তউল্লাহ জানান, একজনের কাছ থেকে ১০কাঠা জমি লিজ নিয়ে দশকাঠা জমিতে কলা বাগান করেছিলাম। পরিচর্যা করে প্রতিটি গাছে কলার কান্দি হয়েছিল। দু’একদিনের মধ্যে কলা বাজারজাত করার ইচ্ছে ছিল। কিন্তু তা আর হলোনা।
রাতের আধারে দেড় শতাধিক কলার কান্দি কেটে দিয়েছে। এতে ১লক্ষ টাকা লোকসান হয়েছে। মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান,বিষয়টি শুনিয়েছি,লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।