কুষ্টিয়া খোকসা উপজেলার উপনির্বাচন আগামী ২ নভেম্বর। নির্বাচনে আওয়ামী লীগ ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। এদিকে একই দিনে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ও চিথলিয়া ইউপি ও সদর উপজেলার জিয়ারখী, কাঞ্চনপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে দ্বন্দ্ব তীব্র হচ্ছে। এদিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ও চিথলিয়া ইউপি নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা পরস্পরকে বিষোদ্গার করছেন।
এখানে নির্বাচনে আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ। মিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কবির উদ্দিন বলেন, নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীরা বিভিন্ন অভিযোগ করেছেন। সেগুলো মাথায় রেখে কাজ করা হচ্ছে। খোকসা উপজেলা উপ নির্বাচনে বেশ কিছুদিন ধরেই চলছে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া লাঠিপেটা ইটপাটকেল ও গুলি করে আহত করার অভিযোগ আছে এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ী ভাংচুরের কারনে ১৫০ জনের মামলাও হয়েছে।
খোকসা উপজেলার সাধারন মানুষ ভোটের দিন সুস্থ পরিবেশে ভোট দিতে পারবে কিনা সেই সংশয় থেকেই যাচ্ছে সাধারন ভোটারের মধ্যে। খোকসা উপজেলা উপ নির্বাচনে সাধারন ভোটাদের নিরাপত্তা বিষয়ে খোকসা নির্বাচন অফিস কার্যালয়ের সহকারী রিটার্নিক অফিসার রশিদুল আলম বলেন, আমরা সাধারন ভোটারদের নিরাপত্তার বিষয়ে উর্দ্ধোতন কর্মকর্তার সাথে কথা বলেছি। ভোটাররা তাদের বাড়ি থেকে বের হয়ে ভোট দিয়ে বাড়ি যাওয়া পর্যন্ত কুষ্টিয়া জেলা প্রশাসন সার্বিক নিরাপত্তা দিবে।
এদিকে কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম সাংবাদিকদের এক ব্রিফিং এ বলেন আগামী ২রা নভেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলা সহ যেসব ইউপি নির্বাচন হবে আমরা আগে থেকেই সাধারন ভোটারদের নিরাপত্তার বিষয়ে কাজ করছি যেন কোন ধরনের কোন সহিংসতা না হয়। সে বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত ফোর্স সহ ডিবি পুলিশ , সাদা পোশাকে পুলিশের কর্মকর্তারা আগে থেকেই কাজ শুরু করে দিয়েছে।