• শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:০০ অপরাহ্ন

ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি / ২২৩ Time View
Update : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
সম্মেলন অনুষ্ঠিত
ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যদিয়ে দীর্ঘ ১৮ বছর পর চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের সদর উপজেলা ও পৌর কমিটির ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ অক্টোবর) বেলা ১২ টায় সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজ মাঠে সম্মেলন শুরু হয়। সম্মেলনের শুরুতেই দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। শুরু হয় সন্মেলনের কার্যক্রম।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন সন্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

বিশেষ অতিথি ছিলেন অ্যাড, আমিরুল আলম এমপি, অ্যাড, হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাড. সফুরা খাতুন এমপি, অ্যাড. গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি, চুয়াডাঙ্গা -২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর।

বক্তরা বলেন, আওয়ামী লীগের উন্নয়ন দেখে বিএনপির নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে। এখন রিজার্ভ নিয়ে অপপ্রচার ছড়াচ্ছে। বৈশিক সংকটের পরও এখন ৩৬ বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে। তাদের শাসন আমলে যে ৩.৮ বিলিয়ন ডলার রিজার্ভ ছিল। তাঁরা দেশকে গিলে খেয়েছিল। এদের থেকে সাবধান। এদেরকে প্রতিহত করার সময় এসেছে। সকলকে একতাবদ্ধ হয়ে এদেরকে প্রতিহত করতে হবে।

যৌথ ভাবে সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু ও পৌর আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম। বিকেলে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে সদর উপজেলা আওয়ামী লীগের ৩৯২ জন ও পৌর আওয়ামী লীগের ২৫৭ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে পরবর্তী নেতা নির্বাচন করবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!