প্রফেসর ডঃ হামিদ আজগর মাসুম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। অর্থোপেডিক সার্জন ডঃ হামিদ আজগর মাসুম খুলনা পঙ্গু হাসপাতালের স্বত্বাধিকারী, খুলনা বিএমএ’র সাবেক সভাপতি। এক শোক বার্তায় জানিয়েছেন, তার মত এমন সমাজ হিতৈষী, মানবিক চিকিৎসক বর্তমান সমাজে বিরল। এমন বরেণ্য চিকিৎসকের শূন্যতা সহজে পূরণ হবার নয়। চিকিৎসা সেবার মাধ্যমে তিনি মানবকল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। একজন চিকিৎসক মানুষের কত প্রিয় হতে পারেন তা ডাঃ হামিদ আজগর মাসুম কাজের মাধ্যমে, সেবার মাধ্যমে প্রমাণ করে গেছেন। তিনি বেশ কিছুদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। বৃহস্পিতিবার (২৭ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকাতে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ পাক যেন তার পরিবারকে এই শোক সহ্য করার মত তৌফিক দান করেন। কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব এই তথ্য নিশ্চিত করেছেন।