“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর” শুরু এই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে পালিত হলো শিক্ষক দিবস। আজ সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন গাংনী সরকারী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম।
পরে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত শহীদ মিনারের সামনে সমাবেশ করেন শিক্ষকরা। সমাবেশে বক্তব্য রাখেন রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান ও গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা।