দিনাজপুরের বীরগঞ্জের ১১নং মরিচা ইউনিয়নের খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের হাই ক্লাব এর আয়োজনে ও বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসান্স এর সহযোগীতায় অভিভাবকদের মধ্যে মাদক ও সামাজিক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) সকালে খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মাদক ও সচেতনতামূলক আলোচনা সভায় খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের এর সভাপত্ত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিচা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কন্দর্প নারায়ন রায়, খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আজিজুল ইসলাম, বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসান্স এর সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার মি. হেমন্ত বিশ্বাস।
আরও উপস্থিত ছিলেন খামাড় খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকগণ, এলাকার অর্ভিভাবক, শিক্ষার্থীসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসান্স এর প্রোগ্রাম অর্গানাইজার মজিবুর রহমান বাবু।