ঝিনাইদহের হরিনাকুন্ডুতে ফ্রি ড্রাইভিং কাম অটো মেকানিক্স কোর্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) দুপুরে হরিনাকুন্ডু হাজী আরশাদ আলী ডিগ্রী কলেজে এ কোর্সের উদ্বোধন করা হয়।
বহুমুখী মানব কল্যান সংস্থা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী আরশাদ আলী ডিগ্রী কলেজে কলেজের অধ্যক্ষ এ কে এম মোতালেব হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোড়াদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা পলাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বহুমুখী মানব কল্যান সংস্থার ঝিনাইদহের কোষাধ্যক্ষ আবুল কাশেম শান্ত ও সংস্থার চুয়াডাঙ্গার কোষাধ্যক্ষ আব্দুস সালাম। বহুমুখুী মানব কল্যান সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক বিপুল আশরাফের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য আলোচনায় অংশগ্রহন করেন কাপাসাটিয়া ইউপি সদস্য শরীফ হোসেন, মাহাবুব ও লিটন।
বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে আনতে বহুমুখী মানব কল্যান সংস্থা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। এই প্রশিক্ষনে শুধু গাড়ি চালানো শেখানো হবে না, মেকানিক্সের কাজও শেখানো হবে। আমাদের দেশে দক্ষ চালকের অভাবে সড়ক দূর্ঘটনা বেশি ঘটে।
দুই মাসব্যাপী ফ্রি ড্রাইভিং কাম অটো মেকানিক্স প্রশিক্ষণে ২টি ব্যাজে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নিবেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার ঝিনাইদহ প্রজেক্ট কো অডিনেটর তাপস কুমার ও চুয়াডাঙ্গা প্রজেক্ট কো অডিনেটর নাঈম সরোয়ার।