মেহেরপুরে গাংনীতে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) দুপরে গাংনী উপজেলা পার্টি অফিসে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলার জাতীয় পার্টির সভপতি বাবলু হোসেন এর সভাপতিত্বে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জাতীয় পার্টির সিনিয়ার সহ-সভাপতি কেতাব আলী মাস্টার। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক সেলিম রেজা। বিশেষ অতিথি যুগ্ম সম্পাদক এজাজ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, মটমুড়া ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, কাজিপুর ইউনিয়ন সভাপতি এমদাদ আলী, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন প্রমূখ। এসময় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮৪ সালের ২৩ অক্টোবর উপজেলা পরিষদ প্রতিষ্ঠা করেন।