যশোর খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। শনিবার (২২ অক্টোবর) আনুমানিক দুপুর সাড়ে ৩ টার দিকে যশোর খুলনা মহাসড়কের গোপালপুর নামক স্থানে হানিফ পরিবহন ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হয়। এসময় পরিবহন ভষ্মীভুত হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনাগামী হানিফ পরিবহণের (ঢাকা মেট্রো-ব ১৫-২৯৭০) নাম্বারধারী কোচ ও খুলনা থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্য মেহেদী হাসান (২৯) নিহত হয়েছেন। নিহত বিজিবি সদস্য খুলনা শহরের সোনাডাঙ্গার হাবিবুর রহমানের ছেলে। বিজিবি সদস্য মেহেদী দুই দিনের ছুটি শেষে চুয়াডাঙ্গায় নিজ কর্মস্থলে মোটরসাইকেল যোগে ফিরছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে হানিফ পরিবহণের ধাক্কায় বিজিবি সদস্য ছিটকে পড়ে নিহত হন। এসময় মোটরসাইকেলটি হানিফ পরিবহণের নিচে আটকে যায়। পরিবহণের চালক মোটরসাইকেলটি টেনে হিচড়ে খুলনার দিকে প্রায় ১ কিলোমিটার দুরে চাউলিয়া গেট নামক স্থানে পৌছালে মোটরসাইকেল রাস্তার ঘর্ষণে পরিবহণে আগুন লেগে যায়। এঘটনার পর চালক ও সহকারীরা পালিয়ে যায়। পরিবহনে কোন যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনা কবলিত স্থানে দ্রুত ছুটে যান স্থানীয় নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ি ও কোতয়ালী মডেল থানা পুলিশের দল। এছাড়াও হাইওয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা। তারা নিহত বিজিবি সদস্যের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এসময় রাস্তার উভয় পাশে শতশত যানবাহন আটকে যানজটের সৃষ্টি হয়।