মেহেরপুর থিয়েটার ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মহাত্মা লালনের ১৩২ তম তিরোধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার রাতে মেহেরপুর থিয়েটার এর সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক এর সভাপতিত্বে এবং জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম ও মেহেরপুর থিয়েটার এর সিনিয়র সহসভাপতি পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, নুরুল আহমেদসহ জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ গ্রহন করেন।