মেহেরপুরে শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে “জঙ্গীবাদ মাদকাসক্তের বিরুদ্ধে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১১ টার সময় মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা শিল্পকলা একাডেমী আয়োজিত অনুষ্ঠানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মেহেরপুর থিয়েটারের সভাপতি হাসানুজ্জামান মালেক। পরে জঙ্গীবাদ মাদকাসক্তের বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।