মেহেরপুরে শেখ রাসেল দিবস পালিত
‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এই শ্লোগানে মেহেরপুরে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে শেখ রাসেল দিবস পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খানের নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমী থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যলয়ে এসে শেষ হয়।