• শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:

মেহেরপুরে মাদক মামলায় নারীর কারাদণ্ড

বিবর্তন প্রতিবেদক / ১৬৮ Time View
Update : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
মেহেরপুরে মাদক মামলায় নারীর কারাদণ্ড
মেহেরপুরে মাদক মামলায় নারীর কারাদণ্ড

মেহেরপুরে মাদক মামলায় আমাতুন নেছা নামের এক নারীকে ৬ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল-২ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। সাজাপ্রাপ্ত আমাতুন নেছা মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের আব্দুর রশিদ এর স্ত্রী।

মামলার বিবরণে জানা গেছে ২০১৪ সালের ২৭ জুলাই গোপন সূত্রে খবর পেয়ে গাংনী র‍্যাব-৬ এর নায়েব সুবেদার শামসুল আলমের নেতৃত্বে র‍্যাবেব একটি দল গাংনী উপজেলার কাজীপুর কাছারিপাড়া এলাকায়  আমাতুন নেছার বাড়িতে অভিযান চালান। এসময় র‍্যাব সদস্যদের আগমনী টের পেয়ে আমাতুন নেছা পালানোর চেষ্টা করলে তাকে আটক করার পর তার বাড়ি থেকে ৩৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ওই ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের আইনের ২৫-বি(২) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। যার জি আর কেস নং ১৬৩/২০১৪ । সেশন কেস নং ১৬/২০১৫।

মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৯ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন।

এতে আসামী দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৬ বছর সশ্রম কারাদণ্ড,২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজি শহীদ। এবং আসামি পক্ষে এ কে এম শফিকুল আলম কৌশলী ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!