গাংনী পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে গাংনীর চৌগাছায় নূরবাগ এতিমখানায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক ছাত্রলীগ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর অন্যতম নেতা ডাঃ এএস এম নাজমুল হক সাগর। রেজাউল দেওয়ানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সোবহান। পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জীবন আকবরের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মহাসীন ও হারুনুর রশিদ (ফরহাদ)। অনুষ্ঠান শেষে এতিমখানার শিশুদের সাথে দুপুরের মধ্যেভোজ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আয়োজকরা।