‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনী শেখ রাসেল দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
দিবসটি পালনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা হাসপাতাল বাজার ঘুরে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে ও ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনী শেখ রাসেল দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯টায়উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়্যারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, পৌর মেয়র আহম্মেদ আলী। এসময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশগ্রহন করেন।
আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহিদ শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।