আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় সম্মেলনের লক্ষে ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি সভা করেছে গাংনী উপজেলা বিএনপি। শনিবার (১৫ অক্টোবর) বিকালে ধানখোলা ইউনিয়নের আড়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে অতিথি ছিলেন গাংনী উপজেলা বিএনপি নেতা বুলবুল আহমেদ, মন্টু হোসেন।
এসময় উপস্থিত ছিলেন গাংনী পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জামাল উদ্দীন, পৌর যুবদলের সদস্য সচিব এনামুল হক, পৌর জাসাস এর সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক সুরেলী আলভি, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজেদুর রহমান বিপ্লবসহ ধানখোলা ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। উক্ত সভায় খুলনা বিভাগীয় সম্মেলন সফল করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।