কুষ্টিয়া লাহিনী ঢালিপাড়া কাঠের ব্রিজ এলাকায় ছেলেকে মেরে মায়ের গলার চেইন ছিনতাইয়ের অভিযোগ। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটনা ঘটে। ভুক্তভোগী আনোয়ারা খাতুন ঐ এলাকার আব্দুল গফুরের স্ত্রী।
ভুক্তভোগী আনোয়ার খাতুন বলেন, আমার ছোট ছেলে তানজিদ ঢালিপাড়া রেন্টুর কাঠের দোকানের সামনে দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে লাহিনী ক্যানাল পাড়া এলাকার আরজুর ছেলে আকাশ পথ রোধ করে। আমার ছেলেকে বলে তুই এই রাস্তা দিয়ে যেতে পারবি না। তানজিদ আকাশের কথা না শুনে চলে যেতে গেলে আকাশ ও রবজেল মিলে আমার ছেলেকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। আমার ছেলে গালাগালি করতে নিষেধ করলে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে তারা আমার ছেলেকে মারধর করতে থাকে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে আমার ছেলে মাটিতে লুটিয়ে পড়লে তারা রড দিয়ে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্য আঘাত করে।
এ সময় আমি ও আমার বড় ছেলে ডাক্তারের কাছে যাওয়ার সময় উক্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখি তারা আমার ছোট ছেলেকে মারধর করছে। ছেলেকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে তারা আমার ও আমার বড় ছেলে হত্যার উদ্দেশ্য রড ও কাঠের লাঠি দিয়ে আমাদের শরীরের বিভিন্ন স্থানে মারধর করেতে থাকে। একপর্যায়ে আমার মাথায় আঘাত করে আমার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আমরা সেখানে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে আজ (রবিবার ১৬ অক্টোবর) বাসায় এসেছি।
তিনি আরো বলেন এর আগেও ২০২০ সালে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে মারধর করছিলো। সেই সময়ও আমার থানাতে একটি অভিযোগ করেছিলাম। এই নিয়ে পরপর দুইবার আমার ছেলেদেরকে হত্যার উদ্দেশ্য মারধর করে তারা।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।